“পদে পদে মৃত্যু” লেখা: অনিক হাসান


😧😧😢



<১৯৯৯ সালের ১লা জানুয়ারি>
> একটি মুসলিম পরিবারে জন্ম হল
একটি ফুটফুটে বাচ্চার।
> জন্মের দিনটিতেই হয়ে যেত পারত মেয়েটির মৃত্যুর দিন।
পারিবারিক জের ধরেই মেয়েটির দাদা তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে মেয়েটি বেঁচে যায়৷
> মেয়েটি যে পরিবারে জন্মগ্রহন করছে সেই পরিবারটি নিতান্তই গরীব৷
কিন্তু তারা এত গরীব ছিল না পারিবারিক জের এর কারনেই এতটা কষ্টে তারা এখন জীবনযাপন করতেছে৷
> মেয়েটির নাম তারা রেখছিল রোখছানা আক্তার সুইটি৷
সবাই তাকে সুইটি বলেই ডাকত৷
> ছোট থাকতেই মেয়েটিকে তার মামা নিয়ে যায়৷
সেখানে তাদের কাছেই সে বড় হয়।
> সেখান থেকে জেএসসি পাস করে মেয়েটি আবার তার পরিবারের কাছে ফিরে আসে।
> মেয়েটি যখন ক্লাস ১০ এ পরে তখন থেকেই রবি সার্কেল এর মাধ্যমে একটি ছেলে তার প্রেমে পরে যায়।
কিছু দিন পরেই মেয়েটে তার ডাকে সাড়়া দেয়।
এখান থেকেই শুরু হয় তাদের কাহিনী।
> ছেলেটিও অনেক গরাীব পরিবারের ছেলে।
খুব কষ্ট করে চলে ছেলেটি ।
তার বাবা তাকে মাস শেষে কিছু টাকা দেয় তার হাত খরচের জন্য। কিন্তু ছেলেটি সেই টাকা থেকে এক পয়সাও খরচ করে না । ওই টাকা দিয়ে সে মেয়েটির সাথে সারা মাস মোবাইলে কথা বলে।
> ছেলেটি তার বন্ধু মহলে হাড় কিপটে নামে পরিচিত।
কেননা সে কোনোদিন তার বন্ধুদের কিছু খাওয়াতে পারেনি।
> এর মধ্যেই মেয়েটির অনেক কঠিন একটি রোগ ধরা পরে।
আর রোগটির খরচ বহন করাও অনেক ব্যায় বহুল যা তার পরিবারের পক্ষে অসম্ভব।
> যাই হোক তাৎখনিক ভাবে মেয়েটিকে অপারেশন এর বদলে ঔষুধ খাওয়ানো হয় কিছু মাস।
এরপর কিছুদিন পর তার রোগটি সেরে যায় ।
> মেয়েটির পরিবারের সবাই তাদের সম্পর্কটি জেনে যায়।
এরপর থেকে তারা কেউ মেয়েটিকে আর ফোন ধরতে দেয় না।
> আর অপর পক্ষে ছেলেটি তার পরিবারের কাউকে জানাতে পারেনি তার বাবার আত্তমর্যাদার ভয়ে।
> ছেলেটির ইচ্ছা সে খুব ভালো রেজাল্ট করে পাবলিক ভার্সিটিতে চান্স পাবে।
তখন সে তার বাবা মাকে বলে ওই মেয়েটির পরিবারকে ম্যানেজ করবে।
> কিছুদিন পরই হঠাৎ করেই মেয়েটির সেই রোগটি আবার দেখা দেয়।
> রোগটি এখন এমন পর্যায়ে গেছে যে অপারেশন করলেও ঝুকি থাকবে।
> প্রতি রাতেই মেয়েটি ছেলেটিকে কল করে ব্যাথায় কাদে।
> ছেলেটিও কিছুই করতে পারে না শুধু মাত্র আল্লাহর কাছে দোয়া করে দু চোখ ভোরে কাদতেই পারে।
> এখন আল্লাহই পারে মেয়েটিকে বাঁচাতে।
এতক্ষন যে ছেলেটির কথা বলেছি ওই ছেলেটাই আমি।
আমার নাম অনিক।
 আর ওই মেয়েটিই আমার জীবন।
💠 সবাই দোয়া করবেন আমাদের জন্য।💠
💠 মেয়েটিকে যেন আল্লাহ-তা-আলা তারাতারি সুস্থ করে দেয়।💠
💠আর আমাদের মনের আশা যেন পুরন হয়।💠
💠বেঁচে থাকুক আমাদের ভালোবাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ