***জনপ্রিয়তার হাটবাজার*** লেখা: অনিক হাসান



জনপ্রিয়তা এখন টাকার কাছে জিম্মি।
প্রাবাদ আছে না?
-যে "টাকায় বাঘের চামড়া মিলে"
ঠিক এই রকমই আজকের জনপ্রিয়তা টাকার কাছে বিক্রি হচ্ছে প্রতিনিয়ত।
•কি কথাগুলো শুনে অবাক হচ্ছেন??
•বিশ্বাস হচ্ছে না?
আসুন তাহলে কিছু প্রমান দেখাই আপনাদের।
*ইউটিউব*
এখন আধুনিক যুগ তাই যারা গায়ক আছেন তারা সবাই বাধ্য হয়ে ইউটিউবে গান প্রকাশ করে থাকেন।
কেননা এখন কেউ সিডি/ভিসিডি কিনে গান শুনে না।
এর ফলে মুলত যারা ভালমানের মেধাবী শিল্পী তারা বঞ্চিত হচ্ছেন তাদের যোগ্য সম্মানটুকু থেকে।
কেননা তারা তাদের গানে কখনো ভিউ বারানোর জন্য তাদের গান প্রমোট করেন না।
•আর কিছু শিল্পী আছেন যারা মিউজিক ইন্দাস্টিতে ঢুকে মিউজিকের বারোটা বাজিয়েছে।
•তারা নিম্নমানের গানে টাকা দিয়ে প্রমোট করে তাদের গানে কোটি কোটি ভিউ বাড়াচ্ছে।
এতে করে যারা মুলত ভাল গান গায় তাদের এবং ভালো গানের গুনাগুন নষ্ট হচ্ছে।
•আবার বর্তমানে যুব সমাজ রমরমা ব্যবসা শুরু করে দিয়েছে এই ইউটিউব থেকে।
তারা প্রাংক এর নামে আজে বাজে ভিডিও করে ব্যবসা করতেছে।
*ফেইসবুক*
আগে ছিল ডায়েরি আর এখন ফেইসবুক পেইজ।
অনেকেই নিয়মিত লেখালেখি করেন ফেইসবুকে।
হ্যাঁ তবে সত্য যে আজকাল এইখান থেকেই অনেক বড় মাপের লেখক পাওয়া যাচ্ছে।
এরাই আগামীর বাংলা সাহিত্য টিকিয়ে রাখবে।
এখন সমস্যাটা হচ্ছে কপি বাজদের নিয়ে।
কে আসল আর কে নকল এইটাই এখন চেনা বড় দায়।
কপিবাজদের কথা আর কি বলব এরা নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য অন্যের লেখা নিজের নামে চাপিয়ে দিয়ে মহৎ মানুষ হতে চায়।
•এইজে আমার এই লেখাটাই বিভিন্ন পেইজে যাবার পর কপিবাজদের নজরে যাবে এর পর তারা এই লেখাটাকে নিজের নামে চাপিয়ে দিবে।
আবার কিছু আছে বুট তারকা তারাও টাকা দিয়ে বুট সাইট কিনে নিজের জনপ্রিয়তা বাড়াচ্ছে।
*পুরস্কার*
•একজন মানুষের শ্রেষ্ঠ সম্মান বলতে কোন পুরস্কার কে বোঝায়।
আর এখন এই পুরস্কার নিয়েও ব্যবসা শুরু হয়ে গেছে।
•কিছু মানুষ যারা পুরস্কার এর যোগ্য না তারা টাকা দিয়ে কিনে নিচ্ছে এসব পুরস্কার।
★ সব শেষে একটা মেসেজই দিতে চাই আপনাদের
একজন শিল্পী আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চায় না৷
তারা শুধু তাদের শিল্পের যথাযত মর্যাদা টুকুই চায়৷
---সমাপ্ত---
লেখা: অনিক হাসান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ