(( যৌতুক )) লেখা: অনিক হাসান


>>আদিম কাল থেকেই মানুষের যৌতুক প্রথার উপর
--একটা কূনজর ছিল।
>>আগে আনেকেরই এইটাই চিন্তা ছিল যে বেশি বেশি
--করে ছেলে সন্তান জন্ম দিব আর এক একটা
--ছেলেকে বিয়ে করিয়ে ওদের শশুর বাড়ির থেকে
--অনেক টাকা পয়সা হাতীয়ে নিব।
>>আবার এমনও অনেক ঘটনা আছে যে নিজে ছেলে --সন্তানের আশায় বার বার কন্না সন্তান জন্ম দিচ্ছে।
--আর এতে সব দোষ নিজের বউয়ের ঘারে তুলে
--দিয়েছে।
--এমনও ঘটনা আছে যে বউকে তালাকও দিয়েছে।
--অথচ নিজের দোষটা সে স্বীকার করে না।
√এখন মূল ঘটনায় আসি।<<
>>একটি গ্রামে একটি গরীর পরিবারে জন্ম হল
--সালমার।
--ছোটবেলা থেকেই খুব সুন্দর চেহারা তার। সব সময় --পর্দা করে চলে সে।
--পরিবারের তিন সন্তানের মধ্যে সালমা তৃতীয় সন্তান।
--তার বড় আরও দুই বোন রয়েছে।
>>গরীব হওয়া স্বত্তেও অতন্ত মেধাবী হবার কারনে
--পড়াশুনার ক্ষেত্রে নিজেকে অনেক দুরে নিয়ে গেছে
--সে
--পরাশুনার পাশাপাশি নিজেও বাচ্চাদের পড়ায় সে।
--যা আয় হয় তা দিয়েই পরিবারের বাবার খরচটা
--একটু হলেও কমায় সে।
>>চেহারা অনেক সুন্দর থাকায় অনেক প্রস্তাব নিয়েই
--তাদের বাড়ি লোক আসে ।
--কিন্তু তার বিয়েটা আর হয় না।
--এর অনেক কারনই আছে।
--টাকার অভাবে তার বড় দুই বোনের বিয়ে হয় না
--এইটা একটা কারন।
>>আরেকটা কারন হল তাদের জমি জমা নেই।
--বড় পক্ষ যেই পরিমান টাকা দাবি করে তা তাদের
--পক্ষে দেয়া সম্ভব নয়।
>>কয়েক বারই এই যৌতুকের জন্য তার বড় দুই
--বোনের বিয়ে ভেঙ্গে যায়।
>>হঠাৎ করেই একটি ছেলে সালমার প্রেমে পরে যায়।
>>ছেলেটি রোজ সালমাকে বিরক্ত করে।
>>সালমাও ছেলেটিকে প্রথম দিকে পাত্তা দেয় না।
--কিন্তু ছেলেটির অধিক পাগলামো সহ্য করতে না পেরে --সেও ওই ছেলেটার প্রেমে পরে যায়।
>>ছেলেটি তাকে খুবই ভালোবাসে।
--আর সালমাও তাকে খুব ভালোবাসতে থাকে।
>>এই ভাবে তাদের প্রেম চলতে থাকে।
--কিছুদিন এর মধ্যেই সালমা তাদের বিয়ের কথা
--বলতে শুরু করে। কিন্তু ছেলেটি রাজি হতে চায় না।
>>কারন এত নিচু পরিবারের সাথে তার বাবা মা তার
--বিবাহ দিবে না।
>>অনেক কষ্টে ছেলের বাবা রাজি হল।
>>গোপন সূত্রে জান গেল ছেলের বাবা সালমার বাবার --কাছে গোপনে ২০ লক্ষ টাকা যৌতুক দাবি করে।
>>যা সালমা ও সালমার প্রেমিক কেউই জানে নাা
>>আর ছেলের বাবার আর একটা শর্ত হল যদি বিয়ের --দিন সকাল ১০ টায় সে টাকা না দিতে পারে তাহলে
--তাদের পরিবার কখনই এই মেয়ের সাথে তাদের
--ছেলের বিয়ে দিবে না।
>>যাই হোক মেয়ের বাবা রাজি হল।
>>বিয়ের সব আয়োজন প্রস্তুত হল।
>>বিয়ের দিন খুব ভোরে ছেলের বাবা জানতে পারল যে --তারা সব টাকা যোগার করতে পারে নি ।
--তখন ছেলের বাবা তার ছেলেকে বন্দি করে রাখে।
>>আর মেয়ে বাড়িতে খবর পাঠায় যে ছেলে পালিয়ে
--গেছে।
>>সবাই বিয়া বাড়িতে বলা বলি করছিল মেয়ে অলক্ষী --তাই বিয়ের দিন ছেলে পালিয়েছে।
>>কিন্তু সালমা এতকিছু সহ্য করতে না পেরে আত্তহত্যা --করে।
>>এই শোকে সালমার বাবা হার্ট এস্টোক করে।
>>আর ওই দিকে ছেলে তার বাবার সব কুচক্রান্ত
--জানতে পেরে তার বাবাকে সে নিজ হাতে হত্য করে।
√ এই হল আমাদের সমাজ
--এইটা শুধু একটি মাত্র গল্প এরকম হাজারো পরিবার --ধ্বংস হচ্ছে এই যৌতুকের জন্য।
--আমাদের সমাজ আমাদেরই পরিবর্তন করতে হবে।
--বন্ধ করতে হবে এই যৌতুক প্রথার মত হীন কাজকে।
------------সমাপ্ত------------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ